
চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি চেয়ে সরকারকে স্মারকলিপি
Progga News Desk:
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ সনাতনীদের মুক্তি এবং ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজমকে স্মারকলিপি দিয়েছেন ‘সনাতনী অধিকার আন্দোলন’ এর নেতারা।
শুক্রবার (০৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ ভবনে উপদেষ্টাকে এই স্মারকলিপি দেন তারা। চিন্ময় ব্রহ্মচারী সনাতনী অধিকার আন্দোলনের প্রধান উপদেষ্টা।
স্মারকলিপি প্রদানের সময় সনাতনী অধিকার আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-মুখপাত্র পিংকু ভট্টাচার্য, মিন্টু কুমার দে, প্রতিনিধি সোমা রাণী দে, পলাশ সেন, অসীম দাশ, বিটু দাশ, বাপ্পি মল্লিক, রুবেল বোস, শিবাজুৎ মজুমদার নোবেল, অন্তু দাশ প্রমুখ।
চট্টগ্রাম সার্কিট হাউজ ভবনে উপদেষ্টাকে এই স্মারকলিপি দেওয়া হয়
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়।